ধাপ-১: ওএসএস সিস্টেমে লগইনকরার জন্য https://ossbscic.gov.bd লিংকে প্রবেশ করতে হবে। লিংকে প্রবেশ করার পর ইউজার থাকলে লগইন ক্লিক করে লগইন করতে হবে এবং যদি ইউজার না থাকে তাহলে নিবন্ধন ক্লিক করে Sign Up করতে হবে।
ধাপ-২: নিবন্ধন বাটনে ক্লিক করলে সাইন আপ পেইজটি দেখাবে। প্রথমে ইংরেজীতে নাম এবং ইমেইল লিখতে হবে। Gender থেকে Gender সিলেক্ট করবে এবং ফোন নাম্বার লিখতে হবে। Get password via থেকে Email অথবা SMS সিলেক্ট করতে হবে। I’m not a robot এর চেক বক্সে ক্লিক করে Sign Up বাটনে ক্লিক করতে হবে। Sign Up বাটনে ক্লিক করার পর যে মেইল ব্যবহার করে ইউজার তৈরি করা হয়েছে সেখানে একটি ভেরিফিকেশন লিংক যাবে।
ধাপ-৩: যে মেইল আইডি দিয়েছেন সেই মেইলটি ওপেন করলে verify লিংক সহ একটি ইমেইল পাওয়া যাবে এবং Verify your email account এ ক্লিক করে ভেরিফাই করতে হবে।
ধাপ-৪: ভেরিফাই করার পর ২য় একটি ইমেইল যাবে এবং ইমেইলটি অপেন করলে পাসওয়ার্ড পাওয়া যাবে। ইমেইল আইডিটি ইউজার আইডি হিসেবে ব্যাবহার করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
ধাপ-৫: যদি কারো ইমেইল না থাকে তাহলে I have no email address এর চেক বক্সে ক্লিক করতে হবে, সেক্ষেত্রে পাসওয়ার্ডটি শুধুমাত্র SMS এপাওয়া যাবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে Sign Up বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-৬: Sign Up বাটনে ক্লিক করার পর মোবাইল নম্বর ইনপুট দেয়ার একটি অপশন আসবে এবং Sign Up পেইজে যেই ফোন নাম্বার দিয়েছেন সেই নাম্বারটি ইনপুট দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে। Submit দেয়ার পর SMS এর মাধ্যমে আপনার ফোন নাম্বারে login email address এবং account key পাওয়া যাবে।
ধাপ-৭: Submit বাটনে ক্লিক করার পর account key দেয়ার একটি অপশন আসবে এবং account key দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।
ধাপ-৮: Submit বাটনে ক্লিক করার পর পাসওয়ার্ড লিখার অপশন পাওয়া যাবে এবং পাসওয়ার্ড তৈরী করে নিতে হবে ,পাসওয়ার্ডটি অবশ্যই 6 characters হতে হবে এবং 6 characters এর মধ্যে 1 alphabet, 1 number, 1 special character থাকতে হবে।
ধাপ-৯: OSSPID একাউন্ট তৈরী করার পর https://ossbscic.gov.bd লিংকে প্রবেশ করে User ID (Email) এবং Password দিয়ে লগইন করবে।উদ্যোক্তা প্রশিক্ষণ-আসন্ন কোর্স সমূহ থেকে যে কোর্সটি তে আবেদন করবে সেই কার্ডটিতে ক্লিক করতে হবে। কোর্স ডিটেলস পেজ ওপেন হবে, সেখান থেকে আবেদন বাটনে ক্লিক করলে ব্যবহারকারীদের জন্য লগ ইন বা নতুন একাউন্ট ওপেনের অপশন থাকবে। পুর্বের একাউন্ট থাকলে ইমেইল অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে। একাউন্ট না থাকলে নতুন একাউন্ট বাটনে ক্লিক করবে। সেখানে প্রয়োজনী তথ্য প্রদান করে সাইন আপ করবে।
হোম পেজ থেকে লগইন বাটনে ক্লিক করে ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করতে হবে। ইমেইল অথবা এসএম এস যেকোন একটি অপশন সিলেক্ট করতে হবে এবং ইমেইল অথবা মোবাইল নাম্বারটি প্রদান করতে হবে। এবং সেন্ড বাটনে ক্লিক করতে হবে। আপনার ইমেইল একটি লিংক যাবে লিংক টিতে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড সেট করার অপশন আসবে।