আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সিস্টেম। ১৩ জুন ২০২১খ্রি. তারিখে রাজধানীর হোটেল ইন্টার-কন্টিনেন্টালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওএসএস সিস্টেমটি যাত্রা শুরু করে। বিসিক ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়। বিশেষ অতিথি জনাব কামাল আহমেদ মজুমদার, মাননীয় প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয়। জনাব কে এম আলী আজম, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। জনাব জাকিয়া সুলতানা, সচিব, শিল্প মন্ত্রণালয়। জনাব মোঃ জসিম উদ্দিন, সভাপতি, এফবিসিসিআই। অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ মোশতাক হাসান, এনডিসি, চেয়ারম্যান, বিসিক।